শহীদ ক্যাডেট একাডেমি
Shahid Cadet Academy
স্থাপিত: ১৯৮৬ খ্রিস্টাব্দ
হেড অফিস, শহীদ ক্যাডেট একাডেমি। শহীদ ভবন, বাড়ি-০২, রোড-১২, সেক্টর-০৯, উত্তরা, ঢাকা-১২৩০ (আব্দুল্লাহপুর পাইকারি মাছের আড়ৎ এর দক্ষিণ পাশে) 01984-606222 শহীদ মডেল স্কুল এন্ড কলেজ। কামারপাড়া, তুরাগ, উত্তরা, ঢাকা। 01534-522354 শহীদ ক্যাডেট একাডেমি। টাঙ্গাইল মেডিকেল কলেজ রোড, সাবালিয়া, টাঙ্গাইল। 01715-061773 শহীদ একাডেমিক স্কুল এন্ড কলেজ। শহীদ স্কুল রোড, বীরপুশিয়া, করটিয়া, টাঙ্গাইল। 01712-029142
আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, ছোট্ট একটি দেশ। কিন্তু বিশাল জনসংখ্যার ভারে নূব্জ্যমান। বিশাল এ জনসংখ্যাকে যদি সত্যিকার অর্থে মানব সম্পদে রূপান্তর করা যায় তাহলে দেশটি সত্যিই সোনার দেশ হিসেবে গড়ে উঠবে। কিন্তু কিভাবে সম্ভব? একটাই উত্তর- সকলের জন্য সুশিক্ষা নিশ্চিতকরণ। সুশিক্ষা ছাড়া কখনও কোন ব্যক্তি বা রাষ্ট্র উন্নতি লাভ করতে পারে না। নিজের কৈশোরে ও যৌবনের শুরুতে আমি যে প্রচ- সংগ্রাম করেছি তাই আমাকে এনে দিয়েছে সফলতা। কেনিয়ার এক সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও বারাক ওবামা হতে পেরেছিলেন আমেরিকার প্রেসিডেন্ট। আব্রাহাম লিংকন, জর্জ ওয়াশিংটন এরা সবাই ছিলেন দরিদ্র ও সাধারণ পরিবারের সদস্য। এরূপ অসংখ্য ব্যক্তিত্ব আছেন যাঁরা নিজেরা সংগ্রাম করে নিজেদের আগে শিক্ষিত করেছেন, তারপর নিজেদের ব্যক্তিত্ব ও নেতৃত্বের গুণাবলি দিয়ে অমর হয়েছেন। তেমনি আমাদের দেশে বহু সংখ্যক পরিবার আছে যাদের মেধাবী সন্তান থাকলেও সঠিক পরিকল্পনা, দিক নির্দেশনা ও আর্থিক অসচ্ছলতার কারণে তাদের ঠিকমত লালন পালন করতে পারেন না। যার ফলে অমিত সম্ভাবনাময় অনেক তরুণ অঙ্কুরেই বিনষ্ট হয়ে যায়। এ সমস্ত পরিবারের সদস্যদের বঞ্চনার কষ্ট আমি উপলব্ধি করেছি অত্যন্ত গভীরভাবে। তাই জাতির এ দুর্দিনে কিছু সংখ্যক পথহারা তরুণকে পথের ধার থেকে পথে আনার প্রত্যয়ে “শহীদ মডেল স্কুল এন্ড কলেজ” ও “শহীদ ক্যাডেট একাডেমী” প্রতিষ্ঠা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি- আমার প্রচেষ্টা, শিক্ষকদের নিরলস শ্রম ও সার্বক্ষণিক তত্ত্বাবধান, শিক্ষার্থীদের ঐকান্তিক প্রচেষ্টা ও অভিভাবকদের সার্বিক সহযোগিতায় শিক্ষার্থীদের মেধার সর্বোত্তম বিকাশকে সম্ভব করে তোলা যাবে। ফলে দেশ ও জাতি পাবে সু-নাগরিক ও আলোকিত মানুষ। যারা তাদের কুশলতা দিয়ে দেশ ও সমাজকে এগিয়ে নিয়ে যাবে। আমি আরো বিশ্বাস করি, এ সমস্ত আলোকিত মানুষের দ্যুতি নিজ দেশের সীমানা পেরিয়ে ছড়িয়ে পড়বে বহির্বিশ্বে। মহান আল্লাহ আমাদের সহায় হোন।